• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ফিলিপাইনে টাইফুন কালমায়েগির আঘাতে ৬০ জনের প্রাণহানি 

প্রকাশিত: ১৩:৩০, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফিলিপাইনে টাইফুন কালমায়েগির আঘাতে ৬০ জনের প্রাণহানি 

ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে ছয় সেনা সদস্যসহ ৬০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ অন্তত ২৬ জন। গৃহহীন হয়েছেন দুই লক্ষাধিক উপকূলবাসী।

ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে ব্যাপক তাণ্ডব চালানোর পর রবিবার (২ নভেম্বর) সকালে টাইফুন কালমায়েগি দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের দিকে সরে যায়। ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়টি সরে যাবার আগে চরম ক্ষত চিহ্ন রেখে যায় দেশটির সবচেয়ে জনবহুল পর্যটন অঞ্চল চেবু প্রদেশে। প্রায় মাটির সাথে মিশে গেছে শত শত আবাসিক আর বাণিজ্যিক স্থাপনা। বন্যায় ডুবে গেছে বিস্তির্ণ এলাকা। সকাল নাগাদ উদ্ধার করা হয় অন্তত ৬৬ জনের মরদেহ। দুর্গত এলাকায় বিদ্যুৎ আর টেলিফোন লাইন ছিন্নভিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ঝড়ের কবলে পড়ে উত্তরাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে অন্তত ছয় সেনা সদস্য। 

ঝড়টি আঘাত হানার আগেই ঝুঁকিতে থাকা অঞ্চল থেকে অন্তত চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। টাইফুন কালমায়েগির কারণে চেবু সিটিতে ২৪ ঘন্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বাভাবিকভাবে যেখানে সারা মাসে গড় বৃষ্টিপাত হয় ১৩১ মিলিমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: