আফগানিস্তানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
আফগানিস্তানের তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে পুনরায় শান্তি আলোচনা শুরুর আগে এই হুঁশিয়ারি দিলেন খাজা আসিফ।
খাজা আসিফ হুমকি দিয়েছেন, ইস্তাম্বুলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পাকিস্তান সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে। সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘাত ও ড্রোন হামলার অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মাঝে তার এই হুমকি তীব্র উত্তেজনা তৈরি করেছে।
আফগানিস্তানে তালেবানকে মোকাবিলায় সামরিক সংঘাতই একমাত্র বিকল্প কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, ‘যুদ্ধ হবেই’। বুধবার (৫ নভেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
খাজা আসিফ অভিযোগ করেন, কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্তপারের হামলার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছে। অন্যদিকে আফগানিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে, পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ‘ড্রোন’ যুদ্ধ চালাচ্ছে এবং আইএস জঙ্গিদের প্রশিক্ষণের বিষয়ে নীরব রয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: