• NEWS PORTAL

  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে কমতে পারে ১০ শতাংশ উড়োজাহাজ চলাচল

প্রকাশিত: ২১:৪৫, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে কমতে পারে ১০ শতাংশ উড়োজাহাজ চলাচল

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এক সতর্কবার্তায় জানিয়েছেন, শাটডাউন চলতে থাকলে দেশটির ৪০টি প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ১০ শতাংশ কমে যেতে পারে। বুধবার (৫ নভেম্বর) এই তথ্য জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে শাটডাউনের কারণে বেতন ছাড়াই কাজ করছেন লাখো সরকারি কর্মী। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ খণ্ডকালীন কাজ নিতে বাধ্য হচ্ছেন। স্বাস্থ্যসেবায় ভর্তুকি ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিরোধে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দরিদ্র শ্রেণির খাদ্য সহায়তা বন্ধ, আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনীর সদস্যরাও বেতন পাচ্ছেন না।

পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, বিমান চলাচল নিয়ন্ত্রণে কর্মীসংকটের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা সরকার পুনরায় সচল করতে রাজি হলেই এ নির্দেশ প্রত্যাহার হবে। 

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান প্রধান এয়ারলাইনসকে ধাপে ধাপে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে। প্রথমে ৪ শতাংশ এবং পরে বাড়িয়ে ১০ শতাংশ পর্যন্ত। তবে আন্তর্জাতিক ফ্লাইট এই কাটছাঁটের বাইরে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এফএএ কোন ৪০টি বিমানবন্দরে ফ্লাইট কমাবে, তা এখনো প্রকাশ করেনি। তবে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসের মতো ব্যস্ত শহরের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের হিসেবে, এতে প্রায় এক হাজার ৮০০ ফ্লাইট কমতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: