আফগানিস্তানে আবারও পাকিস্তানের হামলা
ফাইল ছবি
আফগানিস্তানের সেনাবাহিনীর এক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তান থেকে দেশটিতে গোলা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এই ঘটনা ঘটেছে।
এমন সময় এ ঘটনা ঘটল, যখন দুই প্রতিবেশী দেশ তুরস্কে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী করতে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছিলো।
আফগান সেনাবাহিনীর এক সূত্র এএফপিকে জানান, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই গোলাবর্ষণ ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।
সূত্রটি আরও বলেন, আমরা এখনো পাল্টা আক্রমণ চালাইনি, কারণ ইস্তাম্বুলে আলোচনা চলছে, সেটির প্রতি সম্মান জানিয়ে আমরা সংযম দেখাচ্ছি।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিভি/এসজি




মন্তব্য করুন: