যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাক–আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত অন্তত ৫
তুরস্কে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারো সংঘাত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আফগান সীমান্তের এক হাসপাতালের কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এএফপি। এ ঘটনার জন্য দুই দেশই একে অপরকে দায়ী করেছে।
আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলার একটি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আজকের ঘটনায় পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যর চারজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ছয়জন।’
পাকিস্তানের দিক থেকে কোনো হতাহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই একে অপরকে দায়ী করেছে দুই দেশ।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আলোচনার তৃতীয় দফা ইস্তাম্বুলে শুরু হওয়ার পরও বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলদাকে গুলি চালিয়েছে। আলোচনাকারী দলের প্রতি সম্মান জানিয়ে এবং বেসামরিক প্রাণহানি এড়াতে ইসলামিক আমিরাতের বাহিনী এখনো কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।’
পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘আফগানিস্তানের প্রচারিত দাবি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গুলি চালানো শুরু হয়েছিল আফগান দিক থেকে, যার জবাবে আমাদের নিরাপত্তা বাহিনী সংযত ও দায়িত্বশীলভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে।’
এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে তুরস্কে আলোচনা চলছে। চলমান যুদ্ধবিরতি আলোচনাকে এই সংঘাত জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর দেশের বিরোধের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান জঙ্গিগোষ্ঠীগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে– বিশেষ করে পাকিস্তানি তালেবান (টিটিপি)। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: