ছোবল দেওয়ায় রেগে সাপ ধরে কামড়ে মারলেন কৃষক
সাপে কামড়ানো উত্তর প্রদেশে একটি নিয়মিত ঘটনা। তবে, প্রদেশটির হারদইয়ের পুষ্পাতলি গ্রামে এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন। এমন ঘটনায় হতবাক গোটা গ্রামের মানুষ, সবার মুখে এক নাম ‘পুণিত’। নিউজ১৮ ডটকমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী পুণিত নামের ওই কৃষক গত ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ, একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন।
পুণিত বলেন, আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।
স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দোই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন।
ডা. শের সিং বলেন, রাতে তাকে ভর্তি করা হয়েছিল। আমরা অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।
পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। গ্রামজুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: