ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, অন্তত ৩১ বন্দীর মৃত্যু
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারগুলোতে আবারও সহিংস দাঙ্গার ঘটনা ঘটেছে। এবার একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩১ জন বন্দী মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (৯ নভেম্বর) বিকালে বন্দর শহর মাচালার ওই কারাগারে ২৭ জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধে।
একই কারাগারে এর আগে গত রবিবার আলাদা ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিলো।
দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই জানিয়েছে, সম্প্রতি নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে বন্দীদের পুনর্গঠনের প্রচেষ্টা চলছে। আপাতত ধারণা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই দাঙ্গার সূত্রপাত। প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে।
ইকুয়েডরের কারাগারগুলো মাদক পাচারকারী চক্রের জন্য কার্যকর কেন্দ্র হয়ে উঠেছে। অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়।
ইকুয়েডর কারাগারে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। অতিরিক্ত বন্দী ও দেশটির দুর্নীতিও এসব বিদ্রোহের পেছনে কাজ করে। গত কয়েক বছরে, দেশের কারাগারে দাঙ্গায় শত শত বন্দী মারা গেছে।
গত সেপ্টেম্বরে, মাচালা কারাগারের ভেতরে দুটি গ্যাংয়ের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়। এর কয়েকদিন পর, ইকুয়েডরের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় শহর এসমেরালডাস কারাগারে দাঙ্গায় আরও ১৭ বন্দী নিহত হয়।
ইকুয়েডরের সরকার এসব সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার বলছে, কারাগারের সহিংসতার জন্য আধিপত্য বিস্তার ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো দায়ী। -সূত্র: মিন্ট, রয়টার্স
বিভি/এআই




মন্তব্য করুন: