• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন অবসানে সিনেটে সমঝোতা  

প্রকাশিত: ১৪:০৮, ১০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন অবসানে সিনেটে সমঝোতা  

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটতে যাচ্ছে। শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা। তবে এই চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।  

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোন অগ্রগতি হয়নি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (৯ নভেম্বর) রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের। এই চুক্তি যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো সম্পূর্ণভাবে পুনরায় চালু হওয়ার পথ খুলে দিতে পারে।

তবে ভোট প্রদানের মাধ্যমে শাটডাউনের অচল অবস্থা কাটার ইঙ্গিত মিললেও এ নিয়ে এখনো বেশি কিছু বাঁধা রয়ে গেছে। কেননা এই চুক্তি পুরোপুরি কার্যকর হতে কতদিন সময় লাগবে এবং এ চুক্তি টেকসই হবে কী-না - তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি বাংলা  

বিভি/এসজি

মন্তব্য করুন: