সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব শুরু, প্রাণ গেলো দুই জনের
ছবি: সংগৃহীত
সুপার টাইফুন ফাং-ওং তাণ্ডব চালিয়েছে ফিলিপাইনের উত্তরাঞ্চলে। এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে আঘাত হানে এটি।
এর অগ্রভাগ ছিলো অরোরা প্রদেশে। টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার পর্যন্ত গতিতে চালিয়েছে তাণ্ডব।
রাত দুইটার দিকে শক্তিমত্তা কিছুটা হারিয়ে পাড়ি দেয় লা ইউনিয়ন অঞ্চল। এরপর রওয়ানা দেয় উত্তর পশ্চিমাঞ্চলের দিকে। বুধবার তাইওয়ানের ওপর দিয়ে যাওয়ার কথা টাইফুন ফাং-ওংয়ের।
মূলত, লুজন দ্বীপে শনিবার সন্ধ্যা থেকেই দমকা হাওয়াসহ ভারি বৃষ্টিপাত শুরু হয়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৯ লাখের বেশি মানুষকে। বন্ধ ঘোষণা করা হয় একাধিক বিমানবন্দর। বাতিল করা হয় ৩শ’ ফ্লাইট।
উল্লেখ্য, এর আগে টাইফুন কালমেগির তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয় ফিলিপাইন। প্রাণহানির শিকার হয় প্রায় ২শ’ মানুষ। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত ‘ফুং-ওং’ চলতি বছরের ২১তম ঝড়। দেশটিতে সাধারণত বছরে প্রায় ২০টি ঝড় আঘাত হানে।
বিভি/এআই




মন্তব্য করুন: