• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

প্রকাশিত: ১২:৫৩, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৫, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী। 

নিহতদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সৌদিসূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন।

রবিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার। তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2