• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

গাজায় গণবিয়ে কর্মসূচির ঘোষণা দিলো আমিরাত 

প্রকাশিত: ১৩:৫৬, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গাজায় গণবিয়ে কর্মসূচির ঘোষণা দিলো আমিরাত 

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা করতে গণবিবাহ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২ ডিসেম্বর আমিরাতের জাতীয় দিবসে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সরকার। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। 

নতুন এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘দ্য ড্রেস অব জয়’ বা ‘আনন্দের পোশাক’। ১৬ নভেম্বর আমিরাত সরকারের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় দিবসে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ের আয়োজন করা হবে। বিয়ে সম্পর্কিত সব ব্যয় এবং নবদম্পতিদের আর্থিক সহায়তার দায়িত্ব নেবে আমিরাত সরকার।

রবিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘ড্রেস অব জয়’ কর্মসূচির নিবন্ধন। তবে এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের জন্য কিছু শর্ত রাখা হয়েছে–

১) আগ্রহী নারী-পুরুষকে কমপক্ষে ২৭ বছর বয়সী, অবিবাহিত এবং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের উপযোগী হতে হবে।

২) তাদের অবশ্যই ফিলিস্তিনের নাগরিক ও গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) গাজার সরকারি দপ্তরের কোনো কর্মী আবেদন করতে পারবেন না। দরিদ্র পরিবার কিংবা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪) আবেদনকারীদের অপারেশন আল ফারিস আল শাম–৩ বা অপারেশন গ্যালান্ত নাইট–৩ এর নির্দেশনা মানতে হবে। যুদ্ধ শুরুর এক মাস পর, ২০২৩ সালের নভেম্বরে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং বিতরণের জন্য এ প্রকল্প চালু করেছিল আমিরাত।

৫) বাছাইকৃত প্রার্থীদের গণবিবাহের উদ্যোগ সংশ্লিষ্ট দাপ্তরিক ও গণমাধ্যম–সংক্রান্ত সব কাজে উপস্থিত থাকতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

নিবন্ধন চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষকে নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগের আহ্বান জানিয়েছে আমিরাত সরকার।

সূত্র: খালিজ টাইমস  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2