সৌদির কাছে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই জানিয়েছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউজে সফরের একদিন আগে এমনটা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুবরাজের সফরকালে এ বিষয়ে বিলিয়ন ডলারের চুক্তির সম্ভাবনা রয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৮টি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার অনুরোধ করে সৌদি আরব। নিজেদের বিমান বাহিনীকে আধুনিকীকরণ ও আঞ্চলিক হুমকি মোকাবেলা করতেই এই আহ্বান জানায় রিয়াদ। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলকে গুরুত্ব দিয়ে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করে। এ ক্ষেত্রে ওয়াশিংটন চায় মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্রের দিক থেকে ইসরাইল যে কোনো দেশের চেয়ে এগিয়ে থাকুক।
বিভি/এসজি




মন্তব্য করুন: