• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ইরানে বন্ধ হচ্ছে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ   

প্রকাশিত: ১৫:৪৫, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইরানে বন্ধ হচ্ছে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ   

বন্ধ হচ্ছে ইরানে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ। এখন থেকে ইরানে প্রবেশ করতে হলে অবশ্যই ভিসা থাকতে হবে ভারতীয়দের। সোমবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়, আমাদের কাছে তথ্য আছে যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে অনেক প্রতারকচক্র ও ব্যক্তি তৃতীয় দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ ভারতীয়দের ইরানে আনছে এবং তারপর অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সম্প্রতি এমন বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে অপরাধীরা ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে এই ধরণের কার্যক্রম করছে। তাই এই ধরণের অপরাধী তৎপরতা থামাতে আমরা ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে প্রতেক সাধারণ ভারতীয়কে ইরানে প্রবেশ করতে হলে সঙ্গে ভিসা রাখতে হবে। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

প্রসঙ্গত, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এশিয়ার বেশ কিছু দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে ইরান। এসব দেশের তালিকায় ভারতও রয়েছে।

সূত্র : ফার্স্টপোস্ট

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2