• NEWS PORTAL

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজায় ‘অসন্তুষ্ট’ জাতিসংঘ

প্রকাশিত: ০৭:৫৭, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজায় ‘অসন্তুষ্ট’ জাতিসংঘ

শেখ হাসিনার রায় ভুক্তভোগী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় অসন্তোষ জানিয়েছে জাতিসংঘ। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এ মন্তব্য করেন।

জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হন। সংস্থাটি শুরু থেকেই দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে।

মুখপাত্র শামদাসানি বলেন, এ মামলার ক্ষেত্রে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এটি স্বাগত জানানোর মতো বিষয় এবং ভুক্তভোগী পরিবারের জন্য ইতিবাচক। তবে যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন দুঃখের সাথে দেখে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের আশা, সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2