নর্থ ক্যারোলাইনার শার্লট থেকে দুইদিনে অন্তত ১৩০ জন গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসী দমন অভিযানে এবার চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে নর্থ ক্যারোলাইনায়। মাত্র দু'দিনে শার্লট শহর থেকেই গ্রেফতার করা হয়েছে অন্তত ১৩০ জনকে। এর প্রতিবাদে ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধরা।
সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি অভিবাসন ও শুল্ক বাহিনী-আইসিই সদস্যদের অভিযান, ধরপাকড় ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নর্থ ক্যারোলাইনার রেলিগ ও শার্লটসহ বেশ কয়েকটি শহরে। জোর করে বিতাড়নের তথ্য উপাত্ত তুলে ধরেন বিক্ষুব্ধরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসীবিরোধী নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
গত কয়েক মাসে নিউইয়র্ক, ওয়াশিংটন ও শিকাগোসহ বিভিন্ন শহরে চলমান ধরপাকড়ে অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো আর অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ব্যাপক তল্লাশি ও ধরপাকড় চালানো হয়েছে। সেখানে শুধু অক্টোবর মাসেই গ্রেফতারের সংখ্যা সাড়ে পাঁচশ’রও বেশি। ক্ষেত্রবিশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে ন্যাশনাল গার্ডও।
শিকাগোয় ধরপাকড় পরিস্থিতি এতোটাই চরম যে, তল্লাশি থেকে ছাড় পাচ্ছে না ডে-কেয়ার সেন্টারগুলোও।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: