• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রুশ তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 

প্রকাশিত: ১৫:১০, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রুশ তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্যিক হতে পারে এবং এই নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রফতানিকারী শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। 

প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রিলায়েন্স জানিয়েছে জামনগরের এসইজেড শোধনাগারে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবস্থার অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মূলত, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

রিলায়েন্স জানিয়েছে, গত ২০ নভেম্বর থেকে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাক শোধনাগারে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে।

রিলায়েন্সের মুখপাত্র জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে, এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি হবে সেগুলো এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি। ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে চলা পণ্য আমদানির বিধিনিষেধের জন্যই এই কাজ নির্ধারিত সময়ের আগেই করা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2