গেম খেলে ৫০ লাখ টাকা পুরস্কার পেলেন বাংলাদেশি প্রবাসী ইলিয়াস
ছবি: মোহাম্মদ ইলিয়াস (সংগৃহীত)
সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের ‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেম জিতেছেন মোহাম্মদ ইলিয়াস নামে এক বাংলাদেশি প্রবাসী। সেখানকার আল আইনে থাকেন তিনি। গেমের পুরস্কার হিসেবে ইলিয়াস পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৫০ লাখ টাকার বেশি।
বিগ টিকিটের এই গেমে আটটি কার্ড থাকে। যেগুলোতে নাম্বার থাকে। এই নাম্বারগুলো লুকানো থাকে। এই গেমের জন্য ৪ জন প্রতিযোগীকে বাঁছাই করা হয়। যে চারজন অংশ নিয়েছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে ৫০ হাজার দিরহাম করে পেয়েছিলেন। এরপর গেমে কত দূর যেতে পারেন সেটির ওপর বাকি অর্থ নির্ধারিত হয়।
বাংলাদেশি মোহাম্মদ ইলিয়াসের গেমটি শুরু হয় ভালোভাবে। প্রথমেই তিনি পান ৮ নম্বর কার্ডটি। যা তার গেমকে সহজ করে দেয়। পরের কার্ডের নম্বর যে কম হবে সেটি তিনি নিশ্চিত ছিলেন। এরপর তিনি পান ৫ নম্বর কার্ডটি। আগের কার্ডের নম্বরের তুলনায় এটি কম হবে সেটি নিশ্চিত ছিলেন ইলিয়াস। ফলে তিনি সহজেই বলতে পেরেছিলেন পরের কার্ডের নম্বর কম। দ্বিতীয় ধাপে সহজ উত্তর দিতে পারায় তিনি ৯০ হাজার দিরহাম পেয়ে যান। এরপর যথাক্রমে আরও ছয়টি কার্ডের নম্বর সঠিকভাবে বলতে পেরে তিনি সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতে নেন।
হায়ার অ্যান্ড লোয়ার গেম কীভাবে খেলা হয়?
মূলত প্রথমে একটি কার্ড দেওয়া হয়। যেখানে একটি নম্বর থাকে। পরে আরেকটি কার্ড দিয়ে জিজ্ঞেস করা হয় এই কার্ডটির নম্বর আপনার আগের কার্ডের নম্বরের চেয়ে কম নাকি বেশি। যদি প্রতিযোগী সহজ উত্তর দিতে পারে তাহলে পরবর্তী কার্ড দেওয়া হয়। আর ভুল উত্তর দিলে গেম সেখানেই শেষ হয়। -সূত্র: গালফ নিউজ
বিভি/এআই




মন্তব্য করুন: