• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সৌদিতে চালু হচ্ছে আরও দুইটি মদের দোকান 

প্রকাশিত: ১৩:০৩, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সৌদিতে চালু হচ্ছে আরও দুইটি মদের দোকান 

আরও দুটি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এএফপির। 

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিশন-২০৩০ বাস্তবায়নে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব। ৭৩ বছর আগে মদের দোকান চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটিই ছিল প্রথম দোকান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্রের একটি বলেছে, তাহরানে মদের নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি কর্তৃপক্ষ তাদের এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র।

অন্য দুটি সূত্র বলেছে, জেদ্দা শহরে অমুসলিম কূটনীতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান রয়েছে। শহরটিতে অনেক দূতাবাসের কনসালরা রয়েছেন।

দুটি দোকানই ২০২৬ সালে চালু করার কথা রয়েছে। যদিও ঠিক কবে নাগাদ এই দুই মদের দোকান চালু করা হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ।

ওই দুই শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকারের গণমাধ্যম অফিস কোনও মন্তব্য করেনি। এছাড়া আরামকোও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: এএফপি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2