• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জি-২০ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানাবেন না ট্রাম্প

প্রকাশিত: ১৪:৪০, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জি-২০ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানাবেন না ট্রাম্প

আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে (২০২৬) দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য এই সম্মেলন। মূলত, শ্বেতাঙ্গ কৃষকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জি-২০ জোটের সভাপতিত্ব নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকরা ‘ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের’ শিকার হচ্ছেন। পাশাপাশি চলতি বছরের জোহানেসবার্গ সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকা প্রতীকীভাবে জি-২০ সভাপতিত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানানোর সিন্ধান্তের সমালোচনা করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে, তারা কোনো সংগঠনেরই সদস্য হওয়ার যোগ্য নয়।’

ট্রাম্প আরও লেখেন, ‘দক্ষিণ আফ্রিকার সরকার আফ্রিকানারদের এবং ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূতদের ওপর ঘটে যাওয়া ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন স্বীকারই করে না, সমাধানের চেষ্টা তো দূরের কথা। সোজা কথায়, তারা শ্বেতাঙ্গদের হত্যা করছে এবং তাদের খামার জোর করে দখল করতে দিচ্ছে।’

উল্লেখ্য, এ বছর জি-২০ সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছিল, দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সহযোগিতা ও জলবায়ু ইস্যুসহ যেসব অগ্রাধিকার রয়েছে তা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে জি-২০ সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। এর আগে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয় বসতি স্থাপনকারীদের বংশধর আফ্রিকানারদের লক্ষ্য করে চালানো কথিত ‘শ্বেতাঙ্গ গণহত্যার’ অভিযোগ তুলেছিল।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2