এশিয়ার ৪ দেশে ঝড়-বন্যা-ভুমিধসে মৃতের সংখ্যা ১১৪০ ছাড়িয়েছে
বাতাং তরু, উত্তর সুমাত্রা, ইন্দোনেশিয়া
টানা ঝড়, ভারী বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মৃতের সংখ্যা এরইমধ্যে ১ হাজার ১৪০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।
সোমবার (১ ডিসেম্বর) উত্তর সুমাত্রা পরিদর্শনে গিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বলেন, সরকার দ্রুত গতিতে সব ধরনের সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার ও বিমান। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ৬০৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪৬৪ জন।
এদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬৬ জন নিহত এবং ৩৬৭ জন নিখোঁজ হয়েছেন। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জরুরি অবস্থা জারি করে এটিকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে মন্তব্য করেছেন।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ১৭৬। এছাড়া মালয়েশিয়ার পার্লিস প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: