• NEWS PORTAL

  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে: ইরান

প্রকাশিত: ১৫:০৩, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:০৪, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপ, চাপ প্রয়োগের নীতি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি আচরণ বৈশ্বিক শান্তির জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে ইরান।

সোমবার (১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটন প্রকাশ্যে নগ্ন শক্তি প্রয়োগ করছে। আকাশসীমাকে বন্ধ ঘোষণা করে আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের মুখপাত্রের মতে, এসব কারণেই যুক্তরাষ্ট্র আজ আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। আফ্রিকার দেশগুলোকে জি-টোয়েন্টিতে যোগ দিতে বাধা দেয়া এবং ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের মার্কিন নীতিকে আন্তর্জাতিক শান্তির পরিপন্থি হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। ইরানের পরমাণু ইস্যুতে ইসমাইল বলেন, শান্তিপূর্ণ উদ্দেশে কর্মসূচি চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: