• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

১১ বছর পর এমএইচ৩৭০ বিমানের খোঁজ ফের শুরু করবে মালয়েশিয়া 

প্রকাশিত: ১৭:৫০, ৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১১ বছর পর এমএইচ৩৭০ বিমানের খোঁজ ফের শুরু করবে মালয়েশিয়া 

দীর্ঘ ১১ বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজ হয়। এই বিমানের খোঁজ পুনরায় শুরু করা হবে বলে বুধবার (৩ ডিসেম্বর) দেশটির পরিবহনমন্ত্রী ঘোষণা দিয়েছেন। 

এক বিবৃতিতে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে নতুন অভিযান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের রোবোটিক কোম্পানি ওশেন ইনিফিনিটি অংশ নেবে। সবমিলিয়ে ৫০ দিন সমুদ্রপৃষ্ঠে বিমানটির খোঁজ চালানো হবে।

২০১৪ সালের ৮ মার্চ ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছিলো। ওই সময় হঠাৎ এটি হাওয়ায় মিলিয়ে যায়। বিমানটিতে ১২ মালয়েশিয়ান ক্রুসহ ২২৭ যাত্রী ছিলেন। যাদের অধিকাংশই ছিলেন চীনা নাগরিক। বিমানে সাতজন অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দাসহ মোট ৩৮ জন মালয়েশীয় যাত্রী ছিলেন। এছাড়া ইন্দোনেশিয়া, ভারত, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইরান, ইউক্রেন, কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, রাশিয়া এবং তাইওয়ানের নাগরিকরা ওই বিমানে ছিলেন।

বিমানটি নিখোঁজ হওয়ার পর পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় উদ্ধার অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত এটির সন্ধান পাওয়া যায়নি। বিমান খাতে এই ঘটনাকে অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচনা করা হয়।


সূত্র: দ্য গার্ডিয়ান

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2