• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

বিয়েতে দামি উপহার দেওয়া নিষিদ্ধ করলো যে ২৫ গ্রাম    

প্রকাশিত: ১৮:৪৩, ৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিয়েতে দামি উপহার দেওয়া নিষিদ্ধ করলো যে ২৫ গ্রাম    

ছবি: সংগৃহীত

বিয়েতে কোনও দামি উপহার দেওয়া যাবে না। ডিজে বাজিয়ে অযথা অর্থ ওড়ানো যাবে না। উত্তরাখণ্ডের ২৫টি গ্রাম সম্মিলিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, সিদ্ধান্ত অনুযায়ী, বিলাসবহুল যেকোনও রীতিই বাদ দিতে হবে বিয়ের অনুষ্ঠান থেকে। মেনুতে নিষিদ্ধ করা হয়েছে মদ ও বেশ কিছু খাবার এবং পানীয়। পরিবারগুলোর উপর সামাজিক এবং আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

গ্রাম পঞ্চায়েতগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাকে এক লাখ রুপি জরিমানা দিতে হবে।

উত্তরাখণ্ডের চক্রতা অঞ্চলের জৌনসর বাওয়ার এলাকার ২৫টি গ্রামে বিয়ে নিয়ে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। তালিকায় রয়েছে- দোহা, দাউ, চুতোউ, বাজাউ, ঘিঙ্গো এবং কাইত্রির মতো গ্রামের নাম। বলা হয়েছে, এই সমস্ত গ্রামে বিয়ের মেনুতে চাউমিন, মোমোর মতো খাবার রাখা যাবে না। যেকোনও রকমের ফাস্টফুড নিষিদ্ধ। মদের আয়োজনও করা যাবে না। পরিবর্তে উত্তরাখণ্ডের গাঢ়ওয়াল প্রদেশের ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের উপর জোর দিতে বলেছেন গ্রামপ্রধানেরা। তাতে এক দিকে যেমন খরচ বাঁচবে, অন্যদিকে ঐতিহ্য রক্ষাও হবে।

গ্রামবাসীদের সমর্থনেই বিয়ে সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, বিয়েতে অনাবশ্যক খরচ বিভিন্ন পরিবারের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি করছিলো। সামর্থ্য না থাকলেও বর ও কনের পরিবার বিয়ের বিলাসবহুল আয়োজনে বাধ্য হচ্ছিলেন শুধুমাত্র সমাজে মানরক্ষার খাতিরে। এই ব্যবস্থা বদলানোর প্রয়োজন ছিলো বলে মনে করেছেন গ্রামপ্রধানেরা।

দোহা গ্রামের প্রধান রাজেন্দ্র তোমর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এই ধরনের রীতিনীতি প্রতিযোগিতায় পরিণত হয়ে গিয়েছিল। অযথা চাপ তৈরি হচ্ছিলো এর ফলে।’

শুধু দামি উপহার নয়, কোনও দামি জিনিস বিয়ের আসরে ব্যবহার করাই যাবে না বলে জানানো হয়েছে।

গ্রামপ্রধানদের এই সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। এক গ্রামবাসী বলেন, ‘‘আমাদের স্থানীয় সংস্কৃতি, স্থানীয় খাবারের প্রচার করা হচ্ছে। এতে আমরা খুব খুশি। এর ফলে নতুন প্রজন্ম তাদের শিকড় মনে রাখতে পারবে।’- সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য সিএসআর জার্নাল, ইকোনমিক টাইমস


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2