অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর
পক্ষে-বিপক্ষে আলোচনা আর সুফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে অস্ট্রেলিয়ায় কার্যকর হলো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যক্রম। উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় একে গর্বিত এক দিবস বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
গত কয়েক মাসের প্রস্তুতি আর সচেতনতা কার্যক্রমের পথ বেয়ে ১০ ডিসেম্বর থেকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে সামাজিক মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করলো অস্ট্রেলিয়া। ইনস্টাগ্রাম, কিক, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউবসহ ১০টি সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞায় পড়লেও ব্যবহার করা যাবে হোয়্যাটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইউটিউব কিডস, ডিসকর্ড, গিটহাব, গুগল ক্লাসরুম, লেগো প্লে, রোবলক্স, স্টিম ও স্টিম চ্যাট।
সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি এতোটাই গর্ব বোধ করছেন যা আগে কারো পক্ষে সম্ভব হয়নি। এটি শিশুদের শৈশব ফিরিয়ে দেবে বলে আশাবাদী তিনি।
অনলাইনের কুপ্রভাব থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে যে অভিভাবক আর নীতি নির্ধারকরা সহায়তা করেছেন তাদের সবার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতাও জানিয়েছেন আলবানিজ।
সরকারি বিধিনিষেধ অমান্যের দায়ে শিশু-কিশোর ও অভিভাবকদের আপাতত শাস্তির আওতায় আনা হবে না। এর পরিবর্তে সংশ্লিষ্ট সমাজিক মাধ্যম কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ ডলার জরিমানা আদায়ের করা হবে। ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট গত চার ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেছে ইনস্টাগ্রাম, ফেইসবুক, থ্রেডস-এই তিন মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা-মেটা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: