এবার যুদ্ধক্ষেত্রে সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো রাশিয়া
যুদ্ধে রাশিয়ায় প্রথমবারের মতো সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ মোতায়েন করেছে। এর আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সামরিক বহরে যুক্ত থাকলেও যুদ্ধে মোতায়েন ছিল না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এক তথ্য জানা গেছে।
এর আগে বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভ বলেন, এস-৫০০ সিস্টেম সজ্জিত প্রথম রেজিমেন্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধে মোতায়েন করা হয়েছে। বছরের শেষ প্রতিরক্ষা বোর্ড বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি।
উল্লেখ্য যে, এস-৫০০ প্রমিথিউস (যাকে আগে ট্রায়াম্ফেটর–এম নামেও ডাকা হতো) একটি রুশ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। শত্রুপক্ষের সম্ভাব্য সব ধরনের বিমান ও মহাকাশ–আক্রমণ প্রতিরোধে এটি তৈরি করা হয়। সিস্টেমটির পূর্ণ প্রযুক্তিগত ক্ষমতা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এস–৫০০ এমনভাবে এখনও আপগ্রেড করা হচ্ছে যাতে এটি পরবর্তী প্রায় ২৫ বছর যুদ্ধে কার্যকর থাকে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: