সিরিয়ায় আইএসের ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রতিশোধমূলক’ হামলা শুরু
সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) শুরু হয় ‘অপারেশন হকআই স্ট্রাইক’ নামের এই অভিযান।
মার্কিন বাহিনী ইসলামিক স্টেট সদস্যদের অবকাঠামো এবং অস্ত্র ঘাঁটিসহ অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানে এফ-ফিফটিন ও এ-টেন যুদ্ধ বিমানের পাশাপাশি অ্যাপাচি হেলিকপ্টার এবং হিমারস রকেট ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চলমান অভিযানে অনেকে নিহত হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের।
সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধমূলক হামলার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সন্ত্রাসীদের দমনে এই হামলা চালানো হচ্ছে এবং এই অভিযানে সিরিয়ার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। এখনও যুক্তরাষ্ট্রের অন্তত এক হাজার সেনা সিরিয়ায় অবস্থান করছে।
বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান শাসনভারে আছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জঙ্গী সংগঠন আইএস মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটি চুক্তিও করেন সিরিয়ার এই প্রেসিডেন্ট।
বিভি/এসজি




মন্তব্য করুন: