• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

এপস্টেইনের বিরুদ্ধে তদন্তের ৩ লক্ষাধিক নথি প্রকাশ 

প্রকাশিত: ১১:০৯, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এপস্টেইনের বিরুদ্ধে তদন্তের ৩ লক্ষাধিক নথি প্রকাশ 

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে তদন্তের তিন লাখেরও বেশি নথি প্রকাশ করেছে দেশটির বিচারবিভাগ। নতুন প্রকাশিত নথিতে এপস্টেইনের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রয়াত পপ গায়ক মাইকেল জ্যাকসনের কিছু ছবি পাওয়া গেছে। 

এর আগেও জেফ্রি এপস্টেইনের যৌন অপরাধের ফাইল সামনে এসেছে। আর সেখানে প্রকাশ পায় বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সর্ম্পক। এরপর থেকেই এপস্টেইনের অপরাধের সকল নথি প্রকাশ করতে চাপের মুখে পড়েন ট্রাম্প। তবে সর্বশেষ প্রকাশিত ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে হোয়াইট হাউজ বলছে, মার্কিন ইতিহাসে ট্রাম্প প্রশাসনই সবচেয়ে স্বচ্ছ। তবে জেফ্রি এপস্টেইনের সাথে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সর্ম্পক তদন্ত করতে বিচার বিভাগকে আদেশ দিয়েছেন ট্রাম্প। সমালোচকরা বলছেন নিজের দিক থেকে মনোযোগ সরাতেই এমন পদক্ষেপ ট্রাম্পের। জেফ্রির সঙ্গে ছবি প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ক্লিনটন তবে কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি। 

এদিকে, ডেমোক্র্যাটদের অভিযোগ ফাইল প্রকাশে স্বচ্ছতা লঙ্ঘন করা হয়েছে। যদিও ফাইলে নাম বা ছবি প্রকাশিত ব্যক্তিরা সবাই অন্যায় কাজে জড়িত নয় বলছে বিচার বিভাগ। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2