• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

পবিত্র কাবা শরীফে গিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

প্রকাশিত: ০৯:১১, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪১, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পবিত্র কাবা শরীফে গিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। তিনি কাবার প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামো থেকে লাফ দেন। তবে নিচে থাকা নিরাপত্তারক্ষী তাকে বাঁচানোর চেষ্টা করেন। এতে গুরুতর আহত হন ওই রক্ষীও।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি ও সংবাদমাধ্যম সিয়াসাত।

এক্সে সৌদির জননিরাপত্তা বিষয়ক অধিদফতর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছে, নিরাপত্তারক্ষীরা এ ঘটনার সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং অন্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন।

কাবার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তি এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া নিরাপত্তারক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক এবং তার অবস্থা কেমন আছে এর কিছুই আর জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান। সেখানে সবসময় বিশেষ নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে থাকেন।

২০১৭ সালে এক সৌদির নাগরিক কাবায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে ঠেকিয়ে দেয়।

শুধু ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন। এছাড়া ২০২৪ সালেও এক ব্যক্তি লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেন। -সূত্র: সৌদি প্রেস এজেন্সি, সিয়াসাত

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2