• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বড়দিন উদযাপনকালে নাইজেরিয়ায় কেন ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলা?

প্রকাশিত: ১২:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বড়দিন উদযাপনকালে নাইজেরিয়ায় কেন ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলা?

নাইজেরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আইএস জঙ্গি লক্ষ্যবস্তুতে এই হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম আর খ্রিষ্টানদের লক্ষ্য করে প্রাণঘাতি হামলা আর গণ অপহরণের ধারাবাহিক ঘটনার পর বড়দিন উদযাপনকালে বৃহস্পতিবার এই হামলা হলো। 

খ্রিষ্টানদের ওপর হামলা-নির্যাতন আর গণহত্যার অভিযোগ তুলে গত অক্টোবর থেকেই চরম ব্যবস্থার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, নাইজেরিয়ার সরকারের অনুরোধে আইএস জঙ্গি অবস্থান লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 

তার দাবি, এমন ভয়াবহ হামলা সাম্প্রতিক সময়ে শুধু নাইজেরিয়া নয়; বিশ্বের অনেক দেশই দেখেনি। সামনে আরও হামলার পূর্বাভাসও দেয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেনা সদর থেকে জানানো হয়েছে, নাইজেরিয়া সরকারের সাথে সমন্বয় করে সোকো রাজ্যে সম্ভাব্য জঙ্গি অবস্থানে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 

এর আগেরদিন নাইজেরিয়ার বোর্নো রাজ্যে মাগরিবের নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয় ৩০ জনের বেশি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2