• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু: বাংলাদেশ হাইকমিশনে গিয়ে রাজনাথ সিংয়ের শোক 

প্রকাশিত: ১৫:১৪, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খালেদা জিয়ার মৃত্যু: বাংলাদেশ হাইকমিশনে গিয়ে রাজনাথ সিংয়ের শোক 

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে রাখা শোক বইয়ে সাক্ষর করেন তিনি।  

সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় এই তথ্য জানান রাজনাথ সিং। বার্তায় খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি সহমর্মিতার কথা জানান তিনি।  

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানায় ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন।  

বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজার আগে সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ও সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য দলীয় নেতারা উপস্থিত ছিলেন।     


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2