• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউর

প্রকাশিত: ১৪:২০, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউর

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস। ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2