• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সীমান্তে উত্তেজনা, নিরাপত্তাহীনতায় নেপাল ছাড়ছেন আতঙ্কিত ভারতীয়রা

প্রকাশিত: ০৯:৩৭, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সীমান্তে উত্তেজনা, নিরাপত্তাহীনতায় নেপাল ছাড়ছেন আতঙ্কিত ভারতীয়রা

হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনার জেরে কারফিউ জারি হয়েছে নেপালে। বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের বিহারের সাথে লাগোয়া নেপালের সীমান্ত। নিরাপত্তাহীনতায় নেপাল ছাড়ছেন আতঙ্কিত ভারতীয়রা।

সামাজিক মাধ্যমে হায়দার আনসারি ও আমানত আনসারি নামের দু'জনের পোস্ট করা একটি বিতর্কিত ভিডিও নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়।

স্থানীয় হিন্দুদের দাবি, দেবতা আর মন্দিরকে অপমান করা হয়েছে ওই ভিডিওতে। ধানুশা জেলার কমলা পৌরসভার এই দুই ব্যক্তিকে ধরে পুলিশে দেয়া হলেও ভিডিওটি ভাইরাল হলে ধানুশা ও পারশা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল ছোঁড়ে বিক্ষুব্ধরা। হামলা হয়েছে স্থানীয় থানায়। একপর্যায়ে ধনুশা জেলার সাখুয়া মারান এলাকার একটি মসজিদে ভাঙচুর চালানো হয়।

এমন অবস্থায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কারফিউ জারি করা হয় ভারত সীমান্তের কাছাকাছি বীরগঞ্জ শহরসহ আশপাশের এলাকায়। এমন পরিস্থিতিতে ভারতের বিহার লাগোয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সশস্ত্র সীমা বল-এসএসবি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2