• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

নাইজেরিয়ার বাজারে বন্দুক হামলায় নিহত অন্তত ৩০ 

প্রকাশিত: ১৫:৪০, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নাইজেরিয়ার বাজারে বন্দুক হামলায় নিহত অন্তত ৩০ 

ছবি: বিবিসি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি বাজারে বন্দুকধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। রবিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। 

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, রবিবার (৪ জানুয়ারি) মোটর সাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।

এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট।

স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, “হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।

সূত্র : রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2