• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মাদুরো আটক: বিশ্ববাজারে তেলের দরপতন   

প্রকাশিত: ১৮:১০, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মাদুরো আটক: বিশ্ববাজারে তেলের দরপতন   

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মূল্যবান ধাতুর দাম বেড়েছে। সোমবার (৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বিবিসি। 

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে এসেছে মার্কিন সেনারা।

বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রফতানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে।

আলজাজিরা জানায়, সোমবার (৫ জানুয়ারি) ইউএস বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম কিছুটা বাড়লেও পরবর্তীতে ৩৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৫৬ দশমিক ৯৬ ডলারে লেনদেন হচ্ছিলো। ব্রেন্ট ক্রুড আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৪ সেন্ট কমে ৬০ দশমিক ৪১ ডলার ব্যারেল প্রতি লেনদেন হচ্ছিলো।      

তেলের দাম কমলেও স্বর্ণ, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে স্বর্ণ হলো সবচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই।

বিবিসি জানিয়েছে, স্বর্ণের দাম আজ প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ আউন্স। অপরদিকে রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

সূত্র: বিবিসি, আলজাজিরা 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2