আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, নিউইয়র্কের আদালতে মাদুরোর দাবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে সোমবার (৫ জানুয়ারি) মাদুরোকে আদালতে তোলা হলে তিনি এ দাবি করেন।
মাদুরো বলেন, আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয়। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আমেরিকার কথা মতো কাজ না করলে মাদুরোর চেয়ে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ভেনেজুয়েলার ওপর আরো হামলার হুমকিও দেন তিনি।
প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। বৈঠকে জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল রেইনাল্ডো মার্কিন হামলাকে অবৈধ আখ্যায়িত করে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
বিভি/এসজি




মন্তব্য করুন: