মোসাদের কাছে তথ্য পাচার, ইসরাইলি গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান
ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান।
বুধবার (৭ জানুয়ারি) ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও ইরান বিভিন্ন অপরাধের দায়ে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করে।
ইরানের বার্তা সংস্থা মিজানের খবরে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে আলী আরদেস্তানি নামের ওই ইরানের নাগরিকের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট স্থানের ছবি ও ভিডিওসহ লক্ষ্যবস্তুর তথ্য মোসাদকে সরবরাহ করেছিলেন অভিযুক্ত আরদেস্তানি। তবে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে বলেছে, এসব অভিযোগে নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হয়, আর মাঠপর্যায়ে কাজ করা ইসরাইলি এজেন্টরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে।
গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইসলামি প্রজাতন্ত্র এ ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি করেছে। ওই যুদ্ধে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং গোয়েন্দা তথ্যভিত্তিক নিখুঁত হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, ইসরাইলের গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশটিতে এখন পর্যন্ত ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি বলেন, চলমান বিক্ষোভেও গুপ্তচরবৃত্তির মতো অভিযোগে ফাঁসি কার্যকরের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের একমাত্র উদ্দেশ্য হলো জনগণের মাঝে ভীতি সঞ্চার করা।
এদিকে, মোসাদ তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি নাগরিকদেরকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর পরিচালিত রেডিওতে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, মাঠপর্যায়ে বিক্ষোভকারীদের প্রতি ইসরাইলের সমর্থন রয়েছে।
সূত্র: ফ্রান্স ২৪
বিভি/টিটি




মন্তব্য করুন: