• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার পর আরও ৫ দেশে মার্কিন হামলার শঙ্কা  

প্রকাশিত: ১০:৩৬, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভেনেজুয়েলার পর আরও ৫ দেশে মার্কিন হামলার শঙ্কা  

ভেনেজুয়েলার পর আরও পাঁচ দেশ মার্কিন হামলার শঙ্কায় আছে বলে মত বিশ্লেষকদের। এরমধ্যে লাতিন আমেরিকার তিন দেশ কিউবা, মেক্সিকো ও কলম্বিয়ার বিরুদ্ধে মাদক চোরাচালান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ তুলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে শঙ্কায় আছে ডেনমার্ক। জাতীয় নিরাপত্তা ইস্যুর কথা বলে ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘দ্য আটলান্টিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে ডেনমার্কসহ ইউরোপের দেশগুলো। কড়া সমালোচনা করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাঁচ নম্বর নিশানা হতে পারে ইরান। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলায় আগ্রাসনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়েছেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করা তার কাছে কোনো বিষয় নয়। তাই অন্য দেশে হামলা করার আগে তিনি দ্বিতীয়বার ভাববেন না, এমনটি বলাই যায়। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2