• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

পড়ে গিয়ে আহত, হাসপাতালে ভর্তি ডা. মাহাথির মোহাম্মদ   

প্রকাশিত: ১৫:০৮, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পড়ে গিয়ে আহত, হাসপাতালে ভর্তি ডা. মাহাথির মোহাম্মদ   

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি রাজনীতিক ডা. মাহাথির মোহাম্মদ নিজের বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। 

বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ১০০ বছর বয়সী এই প্রবীণ নেতা। তার প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পড়ে যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে।

দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল ও অ্যাস্ট্রো আওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুফি ইউসুফ বলেন, ‘বাসায় পড়ে যাওয়ার পরপরই অ্যাম্বুলেন্সে করে তাকে আইজেএনে স্থানান্তর করা হয়েছে।’ তিনি আরও জানান যে, মাহাথির মোহাম্মদের বয়স বিবেচনায় রেখে চিকিৎসকরা তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। 

তবে প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুরুতর জটিলতার খবর পাওয়া যায়নি। মূলত দুর্ঘটনা পরবর্তী কোনো অভ্যন্তরীণ সমস্যা রয়েছে কি না, তা নিশ্চিত হতেই এই বিশেষজ্ঞ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

মাহাথির মোহাম্মদের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে শিগগিরই একটি আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন বা বিবৃতি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। গত কয়েক বছরে বার্ধক্যজনিত নানা কারণে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। 

আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে পরিচিত এই প্রবীণ নেতার দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অনুরাগী উদ্বেগ ও শুভকামনা প্রকাশ করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল কি না, তা জানতে কুয়ালালামপুরের হাসপাতাল চত্বরে গণমাধ্যমকর্মীরা ভিড় জমিয়েছেন।

সূত্র: রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2