• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

‘মজা না পেলে পয়সা ফেরত’-ভারতকে পাকিস্তান জেনারেলের হুমকি 

প্রকাশিত: ২২:৫৬, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘মজা না পেলে পয়সা ফেরত’-ভারতকে পাকিস্তান জেনারেলের হুমকি 

পাকিস্তানের সামরিক বাহিনীর গণসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার পেছনে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে করা মন্তব্যটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

এ দিন তিনি বলেন, ‘মজা না পাবেন তো পয়সা ফেরত’। সাধারণত প্রতিপক্ষকে খোঁচা দেওয়া বা উসকানোর ক্ষেত্রে ব্যবহৃত এই কথ্য ও বিদ্রূপাত্মক বাক্যটি নতুন করে বিতর্ক উসকে দেয়। এর কয়েক দিন আগেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের দিকে চোখ টিপে দেওয়ার ঘটনায় তিনি সমালোচিত হন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ২০২৬ সাল কেমন হবে, তা নির্ভর করবে আমরা কীভাবে দেখি ও কীভাবে প্রতিক্রিয়া জানাই তার ওপর। আমাদের প্রতিপক্ষ ভারতের মনোভাব স্পষ্ট, তারা ‘তোমাদের’ (পাকিস্তানের) অস্তিত্ব মেনে নেবে না। তারা বলছে—আমার শত্রুর শত্রুই আমার বন্ধু’।

ইসলামাবাদের দাবি পুনরুচ্চারিত করলেন জেনারেল চৌধুরী, ‘যে কাবুল একটি ‘ভারতীয় প্রক্সি’ হিসেবে কাজ করছে। আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই। আমাদের রাজনৈতিক ও সামরিক—উভয় নেতৃত্বই সম্যক ধারণা রাখে। আমরা সবসময় বলি, পাকিস্তান আল্লাহর দান। তোমরা যা ইচ্ছে করো। যেখান থেকেই ইচ্ছে আসো। একা আসো বা কারও সঙ্গে আসো। একবার মজা না দিতে পারলে টাকা ফেরত।’

সূত্র: ডন, টাইমস নাউ

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2