• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন পুলিশের গুলিতে নারী নিহত 

প্রকাশিত: ১১:২৮, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন পুলিশের গুলিতে নারী নিহত 

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। মিনিয়াপোলিস শহরে স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) অভিবাসনবিরোধী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। হোমল্যান্ড সিকিউরিটির দাবি, আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন ওই পুলিশ কর্মকর্তা।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি এসইউভি গাড়ি রাস্তায় অন্যান্য গাড়ির চলাচল আটকে দাঁড়িয়েছিল। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি ঘিরে ফেলেন। এরপর গাড়িটি অল্প সময়ের জন্য পেছনে সরে গিয়ে আবার সামনে এগোতে শুরু করলে এক কর্মকর্তা গুলি চালান। 

ঘটনাটিকে হোমল্যান্ড সিকিউরিটি আত্মরক্ষার্থে ব্যবস্থা বলে দাবি করলেও তা নাকচ করে দিয়েছেন মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টরর ওই কর্মকর্তা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন বলে অভিযোগ তার। অভিবাসনবিরোধী কর্মকর্তাদের বিরুদ্ধে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করছেন মেয়র। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজও ঘটনাটির নিন্দা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ড সহজেই এড়ানো সম্ভব ছিলো। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2