• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:০৪, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৪, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

নিকোলাস মাদুরোকে আটকের পর এবার অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে উত্তর আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলার তেলবাহী দুটি ট্যাংকার জাহাজও জব্দ করেছে।   

যার মধ্যে একটি ট্যাংকার রাশিয়ার। ভেনেজুয়েলার তেলবাহী রাশিয়ান ট্যাংকার জব্দ করার মিশনে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার দাবি করেছে যুক্তরাজ্য। তবে ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও অন্যান্য দেশের জন্য দেশটির জ্বালানি বাজার উন্মুক্তের ঘোষণা দিয়েছে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তে বিক্ষোভ চলছে। ভেনেজুয়েলাবাসীর সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছে কলম্বিয়ান নাগরিকরাও। এদিকে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ফলপ্রসূ ঐ ফোনালাপে দ্রুতই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের ব্যবস্থা করবেন বলে জানিয়েছন ট্রাম্প। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2