• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

এবার মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা

প্রকাশিত: ১৩:৪৯, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা

দিল্লি-কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে  উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়ে বাংলাদেশবিরোধী সহিংস বিক্ষোভ করে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিন্নভিন্ন করে এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ বিভিন্ন ধরনের বাংলাদেশবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেয়। গতকাল বুধবার (৭ জানুয়ারি) এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেছে, বিকাল ৫টার দিকে দেড়শর মতো উগ্রবাদী হিন্দুরা হঠাৎ করেই বাংলাদেশ মিশনের সামনে হাজির হয়। এ সময় তারা সহিংস বিক্ষোভ শুরু করলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ঠেকাতে তৎপর হন। তারা বিক্ষোভকারীদের বাংলাদেশ মিশনের সামনে থেকে সরিয়ে দেন। ফলে তারা বাংলাদেশ মিশনের কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। মিশনের কর্মকর্তারা নিরাপদ আছেন বলে জানা গেছে।

বেশ কিছুদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট অভিযোগ তুলে দিল্লিসহ ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ধারাবাহিকভাবে তাণ্ডব চালিয়ে আসছে দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা। ইতোমধ্যে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলার পাশাপাশি একটি ভিসা সেন্টার জ্বালিয়ে দিয়েছে। এছাড়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। 

সবশেষ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের নেওয়া পাল্টা পদক্ষেপের পর উগ্র হিন্দুরা আরো আগ্রাসী হয়ে উঠেছে। এত দিন তারা সহিংস বিক্ষোভের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পুড়িয়েছে। 

ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ
নিরাপত্তা ইস্যু বিবেচনায় নিয়ে গতকাল ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কলকাতা মিশন। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় অবস্থিত উপ-হাইকমিশন থেকে তাদের পর্যটন ভিসা দেওয়া আগেই বন্ধ করা হয়েছে। শুধু কলকাতায় বাংলাদেশ মিশনে এই পরিষেবা চালু ছিল। এখন সেটাও বন্ধ করে দেওয়া হলো। 

ঢাকা ও কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি এবং নিরাপত্তাসংক্রান্ত ইস্যু বিবেচনা করে ভারতীয়দের জন্য ভিসা-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওই সূত্রগুলো জানিয়েছে, ভারতীয়দের জন্য কর্মসূত্রে এবং ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা সার্ভিস এখনো চালু রাখা হয়েছে। কারণ এ দুই ক্যাটাগরির ভিসা বহু স্তরের যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়ে থাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2