• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

বিশ্বব্যবস্থাকে ‘ডাকাতের আস্তানায়’ ছেড়ে না দেওয়ার আহ্বান জার্মান প্রেসিডেন্টের

প্রকাশিত: ১৭:৩৬, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৭, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বব্যবস্থাকে ‘ডাকাতের আস্তানায়’ ছেড়ে না দেওয়ার আহ্বান জার্মান প্রেসিডেন্টের

ছবি: ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেছেন। বিশ্বকে আহ্বান জানিয়েছেন, বিশ্বব্যবস্থাকে ‘ডাকাতের আস্তানায়’ ছেড়ে না দিতে। রয়টার্সের খবর।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের মতো পদক্ষেপের কথা উল্লেখ করে জোরালো মন্তব্য করে তিনি বলেন, বিশ্বব্যাপী গণতন্ত্রের উপর আগের চেয়ে বেশি আক্রমণ করা হচ্ছে।

রয়টার্স বলছে, যদিও জার্মান প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক, তারপরও তার কথার কিছুটা গুরুত্ব রয়েছে এবং রাজনীতিবিদদের তুলনায় তার মতামত প্রকাশের স্বাধীনতা বেশি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সিম্পোজিয়ামে স্টেইনমায়ার বলেন, তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ভাঙন শুরু হয়েছে, যারা এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‘এটি বিশ্বকে ডাকাতদের আড্ডায় পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে। যেখানে সবচেয়ে অসাধুরা যা খুশি তাই নিয়ে যায়, যেখানে অঞ্চল বা সমগ্র দেশকে কয়েকটি বৃহৎ শক্তির সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয়।’
 
হুমকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন এবং ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। বলেন প্রেসিডেন্ট।-সূত্র: রয়টার্স।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2