• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

বাড়ছে সহিংসতা, ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ৬২  

প্রকাশিত: ১০:৩০, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাড়ছে সহিংসতা, ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ৬২  

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬২ জন। এর মধ্যে রয়েছেন ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা সদস্য। 

শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর আন্দোলনকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। মুখে মুখে উচ্চারিত হতে থাকে, এই রক্তের বছরে খামেনিকে ক্ষমতাচ্যুত হতে হবে। বেলুচ অধ্যুষিত জাহেদানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তার বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। বাস, গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় উত্তপ্ত বিক্ষোভকারীরা। পরে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। এতে অনেকে হতাহত হয়। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামনে বড় ধরনের সমস্যা আছে। বিক্ষোভকারীদের ওপর হামলা বন্ধ না করলে, সামরিক অভিযানের হুমকি দেন তিনি। পাল্টা এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একইসঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। যৌথ বিবৃতিতে ইরানের কর্তৃপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানায় দেশগুলো। জাতিসংঘও নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2