• NEWS PORTAL

  • সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

মিসিসিপিতে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত

প্রকাশিত: ১০:২৪, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মিসিসিপিতে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লে কাউন্টিতে এই ঘটনায় শনিবার সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে ৩টি আলাদা আলাদা স্থানে হামলা চালায় সন্দেহভাজন বন্দুকধারী। ক্লে কাউন্টির প্রধান, শেরিফ এডি স্কট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশের ধারণা, হামলাকারী ২৪ বছর বয়সী ডারিকা মুর প্রথমে তার বাবা, ভাই ও চাচাকে গুলি করে। পরে ট্রাক নিয়ে এক আত্মীয়ের বাসায় পৌঁছান। সেখানে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করেন এবং পরে তাকেও গুলি করে।

এদিকে, হামলকারীকে আটক করায় অঞ্চলটি এখন নিরাপদ ঘোষণা করা হয়েছে। তবে, নৃশংস এই ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2