• NEWS PORTAL

  • বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:২৪, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

ইরানে চলমান সরকারবিরোধী তীব্র রক্তক্ষয়ী বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা। তবে এই সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের। এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালে যে কোনো পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত আছে বলে আবারো সতর্ক করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেশ কয়েকজন আন্দোলনকারীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান বিক্ষোভ দমাতে সরাসরি গুলি করাসহ কঠোর পদক্ষেপ নিয়েছে খামেনি সরকার। এমনকি, বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলিও চালিয়েছে ইরানের নিরাপত্তা কর্মীরা। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে বহু বিক্ষোভকারী। ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য পাওয়া কঠিন হচ্ছে।

এদিকে, রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা ২,৫৭১ জনে পৌঁছেছে। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA) জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের ধর্মীয় শাসকরা বছরের পর বছর ধরে চলা সবচেয়ে বড় বিক্ষোভ দমন করার চেষ্টা করছে যা মার্কিন হস্তক্ষেপে হুমকির জন্ম দিয়েছে।

HRANA জানিয়েছে, তারা এখন পর্যন্ত ২,৪০৩ জন বিক্ষোভকারী, ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী ১২ জন এবং নয়জন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে।

মঙ্গলবার একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন যে, প্রায় ২০০০ জন নিহত হয়েছেন। এছাড়াও, প্রথমবার দেশটির সরকারি কর্তৃপক্ষ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে মৃতের সংখ্যা জানিয়েছে।

এই রক্তাক্ত পরিস্থিতিতে দেশটির ওপর যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তেহরান পাল্টা জবাব দেয়াসহ সব ধরনের পদক্ষেপের জন্যে প্রস্তুত আছে বলে আবারো হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালে তার কড়া জবাব দিতে, এমনকি যুদ্ধের জন্যেও প্রস্তুত খামেনি সরকার। তবে একইসাথে, যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনায় বসতেও রাজি আছে বলে জানান আব্বাস আরঘচি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: