• NEWS PORTAL

  • বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ধসে নিহত ২২  

প্রকাশিত: ১১:৫৫, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৯, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ধসে নিহত ২২  

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণ কাজের ক্রেন ধসে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি। আহত অনেকের অবস্থা গুরুতর।  

স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) সকাল ট্রেনটি রাজধানী ব্যাংকক ছেড়ে যায়। পরে সকাল নয়টার পর এটি রাজাধানী থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে শিখিও জেলার নাখোন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনার মুখে পড়ে। 

বুলেট ট্রেনের অবকাঠামো নির্মাণ প্রকল্পের একটি ক্রেন ধসে পড়লে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। সরকারের জনসংযোগ বিভাগের সামাজিক প্ল্যাটফর্মে জানানো হয়েছে, অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতরে আটকে যায়। পরে ক্ষতিগ্রস্ত বগির দেয়াল কেটে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে লাইনটি সচল করতে দুর্ঘটনাস্থলে একাধিক টিম মোতায়েন করা হয়েছে।

সূত্র: আলজাজিরা  

বিভি/এসজি

মন্তব্য করুন: