• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

সাময়িকভাবে ইরানে ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা 

প্রকাশিত: ১০:৩৯, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সাময়িকভাবে ইরানে ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা 

তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানায় ব্রিটিশ সরকার।  

সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান (রিমোটলি) থেকে পরিচালিত হবে। এই কনস্যুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দফতরের ভ্রমণ নির্দেশিকাও (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে।’

এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূতসহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স 

বিভি/এসজি

মন্তব্য করুন: