গ্রেফতার সেই বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরান
ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সেই তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটি। পরিবারের সদস্য ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাওয়ের তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
মৃত্যুদণ্ড স্থগিত হওয়া তরুণের নাম এরফান সোলতানি। বয়স ২৬ বছর। তিনি পেশায় একজন দোকানব্যবসায়ী এবং রাজধানী তেহরানের উপকণ্ঠ কারাজ এলাকায় বসবাস করতেন। সরকারবিরোধী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মাত্র ৩ দিনের বিচারপ্রক্রিয়ার মধ্যেই আদালত তাকে ফাঁসির দণ্ড দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিচার চলাকালে সোলতানির পরিবারের কোনো সদস্য কিংবা ঘনিষ্ঠ স্বজনকে আদালতে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এমনকি তার বোন, যিনি একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তাকেও বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে। গতকাল বুধবারই তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিলো।
বুধবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মত বিনিময়সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।
তিনি এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদন্ড স্থগিতের সংবাদ আসে।
সূত্র: সিএনএন
বিভি/এসজি



মন্তব্য করুন: