নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস: শিশুসহ বহু মানুষ নিখোঁজ, উদ্ধার তৎপরতা জোরদার
নিউজিল্যান্ডে একটি পার্কে ভয়াবহ ভূমিধসের ঘটনায় শিশুসহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেশটির উত্তর দ্বীপের মাউন্ট মাউঙ্গানুই এলাকায় অবস্থিত একটি পার্কে এ দুর্ঘটনা ঘটে। দি টেলিগ্রাফের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের ফলে পার্কটির ভেতরে থাকা গাড়ি, তাঁবু, সুইমিং পুল ও শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে পুরো পার্ক এলাকা অচল হয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার ও সন্ধান কার্যক্রম শুরু করে জরুরি পরিষেবা বিভাগ।
পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা খুঁজে দেখতে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ও বিশেষ দল মোতায়েন করেছেন। তবে, ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং ভূমিকম্প-সদৃশ মাটির নড়াচড়ার কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিধসের সময় ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়। তারা মাটির বিশাল ধ্বংসস্তূপ, উল্টে যাওয়া গাড়ি এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মানুষের প্রাণভয়ে দৌড়ে পালানোর দৃশ্য প্রত্যক্ষ করেছেন। এক বাসিন্দা বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে ফিরে তাকিয়ে তিনি পাহাড়ের ঢাল নিচের দিকে ধসে পড়তে দেখেন।
এদিকে, ঘটনার পর উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
এছাড়াও, পাপামোয়া এলাকায় পৃথক একটি ভূমিধসে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পাশাপাশি অকল্যান্ডের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে এক ব্যক্তি গাড়িসহ পানিতে তলিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। এসব ঘটনায় দেশজুড়ে আবহাওয়া ও ভূমিধস পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে ঘটনাস্থলে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: